খালেদা জিয়ার জানাজা বুধবার; জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফনের পরিকল্পনা বিএনপি’র
- আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 17
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে নির্বাচিত দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।






















