মৌসুমী সবজির দাম কমলেও নাগালের বাইরে টমেটো-শসা
- আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 12
রাজধানীর কাঁচাবাজারে শীতের মৌসুমের পূর্ণ প্রভাব এখন স্পষ্ট। দীর্ঘদিন ধরে সবজির চড়া দামে নাকাল ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো—বেশিরভাগ শীতকালীন সবজির দাম নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকার ঘরে। তবে সরবরাহ বাড়লেও শসা ও পাকা টমেটোর দাম এখনও কমেনি; এগুলো কিনতে গুনতে হচ্ছে কেজিতে প্রায় ১০০ টাকা।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শীতের সবজি বাজারে এখন তুলনামূলকভাবে স্থিতিশীল। মুলা ও শালগম কেজিতে বিক্রি হচ্ছে প্রায় ৪০ টাকা। শিম, বেগুন ও মিষ্টি কুমড়া মিলছে ৫০ টাকায়। কাঁচা পেঁপে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ৩০ টাকায় নেমে এসেছে, যা অনেকদিন পর ক্রেতাদের জন্য স্বস্তির।
তবে ব্যতিক্রমও আছে। পাকা টমেটো ও শসা কেজিতে এখনও ১০০ টাকাতেই স্থির। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১২০ টাকা। এছাড়া গাজরের কেজি ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় মিলছে।
সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা মালিবাগ এলাকার বেসরকারি চাকরিজীবী আয়নাল হক জানান, বাজারে এসে শীতের আমেজটা এখন সত্যিই টের পাওয়া যাচ্ছে। তার ভাষায়, আগের তুলনায় এখন অনেক সবজিই কম দামে পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু পণ্যের দাম এখনও বেশি থাকায় বাজার পুরোপুরি স্বস্তির হয়নি।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের কারণে গ্রাম থেকে সবজি আসছে বেশি, ফলে বাজারে সরবরাহও বেড়েছে—আর তাতেই বেশিরভাগ সবজির দাম কমেছে। রামপুরা বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, এখন প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় সস্তা। তবে পরিবহন খরচ এবং বাজারে কিছু অসাধু চক্রের প্রভাব থাকায় দাম আরও কমার সুযোগ থেকেও যায়।
দীর্ঘদিন সবজির উচ্চদামের পর শীত মৌসুমে বাজারে এই স্বস্তি ভোক্তাদের জন্য ইতিবাচক হলেও, ক্রেতাদের প্রত্যাশা—শসা, টমেটো ও মরিচের দামও দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
















