ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের টিটিসি মাঠ থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি

স্টাফ রিপোর্টার
  • আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 31

বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকা থেকে মানুষের মাথার একটি খুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় টিটিসি ক্যাম্পাসের ভেতরের একটি মাঠে কয়েকজন শিশু খেলাধুলার সময় মাটি খুঁড়ছিল। এ সময় মাটির নিচ থেকে মানুষের একটি মাথার খুলি বেরিয়ে এলে শিশুরা ভয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, উদ্ধার হওয়া খুলিটি অনেক পুরোনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ফরেনসিক টিমকে অবহিত করা হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে খুলিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে।

তিনি আরও জানান, খুলিটি কীভাবে সেখানে এলো এবং এটি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

বরিশালের টিটিসি মাঠ থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি

আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকা থেকে মানুষের মাথার একটি খুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় টিটিসি ক্যাম্পাসের ভেতরের একটি মাঠে কয়েকজন শিশু খেলাধুলার সময় মাটি খুঁড়ছিল। এ সময় মাটির নিচ থেকে মানুষের একটি মাথার খুলি বেরিয়ে এলে শিশুরা ভয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, উদ্ধার হওয়া খুলিটি অনেক পুরোনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ফরেনসিক টিমকে অবহিত করা হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে খুলিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে।

তিনি আরও জানান, খুলিটি কীভাবে সেখানে এলো এবং এটি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।