ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় লন্ডন প্রবাসী স্বামীর পরিবারের যৌতুক দাবি ও নির্যাতনে শ্বশুর গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 29

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামে লন্ডনপ্রবাসী এক যুবকের পরিবারের হামলায় স্ত্রীর বাবা গুরুতর আহত হয়েছেন। যৌতুক দাবি, স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত ব্যক্তি হলেন রত্নপুর ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান। তাকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে আসাদুজ্জামানের মেয়ে সাদিয়া জামান তন্দ্রা (২৭)-এর সঙ্গে ফরিদপুর জেলার সদরপুর থানার জাজিয়াকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে রফিকুল ইসলাম (২৭)-এর বিয়ে হয়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই লন্ডনে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল এবং রফিকুল প্রায়ই সাদিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

পরিবারের দাবি, গত বছর দেশে ছুটিতে এসে রফিকুল গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি সম্প্রতি জানতে পারার পর সাদিয়ার পরিবার এ নিয়ে কথা বলতে চাইলে রফিকুলের পরিবারের পক্ষ থেকে হুমকি ও গালমন্দ করা হয়। মুঠোফোনে কটূক্তি করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দিন মঙ্গলবার সাদিয়ার বাবা আসাদুজ্জামান বিষয়টি মীমাংসার জন্য শ্বশুরবাড়িতে গেলে সেখানে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, কোনো কথা শোনার আগেই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় আসাদুজ্জামানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

এদিকে সাদিয়া লন্ডনের পারিবারিক আদালতে স্বামীর নির্যাতন ও শ্বশুরবাড়ির আচরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, লন্ডনে যাওয়ার আগে রফিকুলের বাবা আব্দুর রাজ্জাক মাতুব্বর জোরপূর্বক ১৫ লাখ টাকা যৌতুক নেন। সম্প্রতি আরও ৫ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সাদিয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্বজনরা। তারা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আইনি সহায়তা নিতে তারা শঙ্কিত। তবে এলাকাবাসী মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

আগৈলঝাড়ায় লন্ডন প্রবাসী স্বামীর পরিবারের যৌতুক দাবি ও নির্যাতনে শ্বশুর গুরুতর আহত

আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামে লন্ডনপ্রবাসী এক যুবকের পরিবারের হামলায় স্ত্রীর বাবা গুরুতর আহত হয়েছেন। যৌতুক দাবি, স্ত্রী নির্যাতন ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত ব্যক্তি হলেন রত্নপুর ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান। তাকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে আসাদুজ্জামানের মেয়ে সাদিয়া জামান তন্দ্রা (২৭)-এর সঙ্গে ফরিদপুর জেলার সদরপুর থানার জাজিয়াকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে রফিকুল ইসলাম (২৭)-এর বিয়ে হয়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই লন্ডনে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল এবং রফিকুল প্রায়ই সাদিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

পরিবারের দাবি, গত বছর দেশে ছুটিতে এসে রফিকুল গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি সম্প্রতি জানতে পারার পর সাদিয়ার পরিবার এ নিয়ে কথা বলতে চাইলে রফিকুলের পরিবারের পক্ষ থেকে হুমকি ও গালমন্দ করা হয়। মুঠোফোনে কটূক্তি করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দিন মঙ্গলবার সাদিয়ার বাবা আসাদুজ্জামান বিষয়টি মীমাংসার জন্য শ্বশুরবাড়িতে গেলে সেখানে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, কোনো কথা শোনার আগেই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় আসাদুজ্জামানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

এদিকে সাদিয়া লন্ডনের পারিবারিক আদালতে স্বামীর নির্যাতন ও শ্বশুরবাড়ির আচরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, লন্ডনে যাওয়ার আগে রফিকুলের বাবা আব্দুর রাজ্জাক মাতুব্বর জোরপূর্বক ১৫ লাখ টাকা যৌতুক নেন। সম্প্রতি আরও ৫ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সাদিয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্বজনরা। তারা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আইনি সহায়তা নিতে তারা শঙ্কিত। তবে এলাকাবাসী মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।