আগামী সংসদ নির্বাচনে লড়বেন শহীদ ওসমান হাদির বোন: শাহবাগের জুলাই চত্ত্বরে ঘোষণা
- আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 30
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরও আসন্ন সংসদ নির্বাচনে তার বোন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্ত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা আসে।
সমাবেশে শাহবাগ চত্ত্বরকে শহীদ ওসমান হাদির নামে নামকরণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণদের অংশগ্রহণ দেখা যায়, অনেকে মিছিল সহকারে সেখানে যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, “হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।” তিনি আরও বলেন, “সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।” রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র-জনতা সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।






















