শিরোনাম:
আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈষ্ণব ভোলা গ্রেফতার
স্টাফ রিপোর্টার
- আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 32
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১২ জানুয়ারি আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।






















