ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 17

পরাধীনতার গ্লানি থেকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির স্বাধীনতা লাভের সেই মহান দিনটিকে স্মরণ করার উদ্দেশ্য নিয়ে বাকেরগঞ্জে উদযাপিত হলো দিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ৫৪ তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে সূর্য উদয়ের সাথে সাথে দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল আটটায়( ৮) টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাতে শহীদ বেদীতে পুষ্প স্তবক করেন। বিজয় দিবস উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জেএসইউ মডেল হাই স্কুল মাঠে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাকেরগঞ্জ থানার পুলিশ বাহিনী, উপজেলা আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই কুচ কাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার সোহেল রানা সালাম গ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা সহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করেন এ ছাড়াও দুপুর ১২:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল তিনটায় উপজেলা প্রশাসন বনাম সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অপরদিকে বিজয়ের আনন্দ উপভোগ করতে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

বাকেরগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

পরাধীনতার গ্লানি থেকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির স্বাধীনতা লাভের সেই মহান দিনটিকে স্মরণ করার উদ্দেশ্য নিয়ে বাকেরগঞ্জে উদযাপিত হলো দিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ৫৪ তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে সূর্য উদয়ের সাথে সাথে দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল আটটায়( ৮) টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাতে শহীদ বেদীতে পুষ্প স্তবক করেন। বিজয় দিবস উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জেএসইউ মডেল হাই স্কুল মাঠে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাকেরগঞ্জ থানার পুলিশ বাহিনী, উপজেলা আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই কুচ কাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার সোহেল রানা সালাম গ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা সহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করেন এ ছাড়াও দুপুর ১২:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল তিনটায় উপজেলা প্রশাসন বনাম সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অপরদিকে বিজয়ের আনন্দ উপভোগ করতে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।