ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 16

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর কেবল একটি দিবস নয়—এটি বাঙালি জাতির আত্মপরিচয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তব জীবনে প্রয়োগ না হলে বিজয় দিবস উদ্‌যাপনের পূর্ণতা আসে না। তাই দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের স্বাধীন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল। তাঁদের যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।

বিজয় অনুষ্ঠানের আকর্ষণীয় বিষয় ছিল বিজয় মেলা ও নাগরদোলা। সার্বিকভাবে উজিরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। পুরো কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রশংসিত হয়।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদ্‌যাপন

আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর কেবল একটি দিবস নয়—এটি বাঙালি জাতির আত্মপরিচয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তব জীবনে প্রয়োগ না হলে বিজয় দিবস উদ্‌যাপনের পূর্ণতা আসে না। তাই দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের স্বাধীন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল। তাঁদের যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।

বিজয় অনুষ্ঠানের আকর্ষণীয় বিষয় ছিল বিজয় মেলা ও নাগরদোলা। সার্বিকভাবে উজিরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। পুরো কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রশংসিত হয়।