ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ আনাস বিন আতিকের বিশ্বজয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 32

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো বিশ্বজয় করেছেন হাফেজ আনাস বিন আতিক। এবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, “গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের ছাত্র হাফেজ আনাস প্রথম হন।”

হাফেজ আনাস বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
তিনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

উল্লেখ্য, এর আগেও হাফেজ আনাস সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গর্ব বয়ে এনেছিলেন।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ আনাস বিন আতিকের বিশ্বজয়

আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো বিশ্বজয় করেছেন হাফেজ আনাস বিন আতিক। এবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, “গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের ছাত্র হাফেজ আনাস প্রথম হন।”

হাফেজ আনাস বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
তিনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

উল্লেখ্য, এর আগেও হাফেজ আনাস সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গর্ব বয়ে এনেছিলেন।