আগৈলঝাড়ার বাশাইল গ্রামে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার স্বর্ণ-রুপা লুট
- আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 50
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে বিপ্লব গাইনের স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চোর চক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার লুট করে নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি টের পান দোকান মালিক বিপ্লব গাইন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি আগৈলঝাড়া থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবেই চোর চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে দোকান মালিক বিপ্লব গাইন জানান, চুরির ঘটনায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।






















