আগৈলঝাড়ায় ইসির নির্দেশ অমান্য করে এখনও অপসারিত হয়নি পোস্টার–ব্যানার
- আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 33
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা উপেক্ষা করে এখনো বিপুল পরিমাণ নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়নি। ইসির বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা পার হয়ে গেলেও উপজেলার বিভিন্ন সড়ক, বাজার এলাকা, দেয়াল ও বিদ্যুৎ খুঁটিতে প্রার্থীদের প্রচারণা সামগ্রী চোখে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি এসব পোস্টার ও ব্যানার পরিবেশ দূষণ সৃষ্টি করছে এবং জনদুর্ভোগ বাড়াচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচারণা সামগ্রী অপসারণ না হওয়ায় ইসির নির্দেশনার কার্যকারিতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে তার দলীয় প্রতীকের সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন ইতোমধ্যে অপসারণ সম্পন্ন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রচারণা সামগ্রী সরানো হলেও এখনো পুরোপুরি অপসারণ শেষ হয়নি বলে মাঠপর্যায়ে দেখা গেছে।
অন্যদিকে বিএনপির বিভিন্ন পদপ্রত্যাশী ও সমর্থিত প্রার্থীদের এবং স্থানীয় নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এখনো দৃশ্যমান রয়েছে, যা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হচ্ছে। এতে করে নির্বাচন কমিশনের ঘোষণার বাস্তবায়ন নিয়ে জনমনে আরও প্রশ্ন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও আগৈলঝাড়া উপজেলায় এখন পর্যন্ত মাঠপর্যায়ে এর কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনার কার্যকর বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।






















