ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদীকে হত্যাচেষ্টা: প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আগৈলঝাড়া পোস্ট
  • আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 18

ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, বিএনপি নেতা দীনেশ মাস্টার, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি সেলিম, বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আখতারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও যুগ্ম আহ্বায়ক হাবিব মুন্সি।

বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

ওসমান হাদীকে হত্যাচেষ্টা: প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, বিএনপি নেতা দীনেশ মাস্টার, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি সেলিম, বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আখতারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও যুগ্ম আহ্বায়ক হাবিব মুন্সি।

বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।