আমার ভাইকে ভারত বাঁচতে দেবে না: হাদির বোন মাহফুজা
- আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 23
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় এসেছেন তার বোন মাহফুজা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।
মাহফুজা আরও বলেন, আমার ভাই ভারতবিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে (হাদি) আর বাংলাদেশে রাখব না, দেশের বাহিরে পাঠিয়ে দিব। ভারতের ‘র’ আছে, আওয়ামী লীগ আছে – তাকে বাঁচতে দেবে না।
ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। তিনি মৃত শরীফ মাওলানা আব্দুল হাদির ছেলে।
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেল ৪টায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা।






















