খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল
- আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 6
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় ব্যানার ও মিছিলসহ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জড়ো হতে থাকেন।
এর আগে খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করেন। এ সময় তার নাতনি জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। পরিবার কবর জিয়ারতকালে কিছু সময়ের জন্য সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হলেও পরে তা পুনরায় উন্মুক্ত করা হয়।
জিয়ারত করতে আসা নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। ধানমন্ডি থেকে আসা মোখলেছুর রহমান বলেন, নেত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একইভাবে গেন্ডারিয়া থেকে পরিবারসহ আসা মুজিবুল হক জানান, শোক ও ভালোবাসা থেকেই তারা কবর জিয়ারতে এসেছেন।
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়কে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীদের আসতে দেখা যায়। ছোট ছোট মিছিল নিয়ে তারা জিয়া উদ্যানে প্রবেশ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি জানান, কর্মব্যস্ততার কারণে আগে আসতে না পারলেও আজ ছুটি থাকায় রাতে রওনা হয়ে সকালে ঢাকায় পৌঁছে কবর জিয়ারত করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

















