শিরোনাম:
বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
স্টাফ রিপোর্টার
- আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 24
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার তিনি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও বেগবান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















