ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল ইসলাম খানের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার
  • আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকালে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের প্রথম প্রহরেই নির্ধারিত সময়ের শুরুতে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ মনোনয়ন জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর সক্রিয় অংশগ্রহণ ও প্রস্তুতির স্পষ্ট বার্তা পাওয়া গেছে বলে মন্তব্য করেন দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল ইসলাম খানের মনোনয়নপত্র জমা

আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকালে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের প্রথম প্রহরেই নির্ধারিত সময়ের শুরুতে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ মনোনয়ন জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর সক্রিয় অংশগ্রহণ ও প্রস্তুতির স্পষ্ট বার্তা পাওয়া গেছে বলে মন্তব্য করেন দলীয় নেতৃবৃন্দ।