ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 19

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন, বুধবার দুপুর ১ টার সময় গৌরনদী উপজেলার হাইওয়ে হাসঁপিঠা রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি মোঃ মিলন (২২) পিতা মৃত্যু আঃ রাজ্জাক সাং পোঃ বনগ্রাম, থানা ডাসার,দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ভুরঘাটা ব্রিজের উপর স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ জানান, নিহতের পরিচয় সনাক্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দিলে দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

গৌরনদীতে সাকুরা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন, বুধবার দুপুর ১ টার সময় গৌরনদী উপজেলার হাইওয়ে হাসঁপিঠা রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি মোঃ মিলন (২২) পিতা মৃত্যু আঃ রাজ্জাক সাং পোঃ বনগ্রাম, থানা ডাসার,দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ভুরঘাটা ব্রিজের উপর স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ জানান, নিহতের পরিচয় সনাক্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দিলে দ্রুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে