ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 16
মাদারীপুরের ডাসার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রমেশ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রমেশ বিশ্বাস ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ শশিকর গ্রামের বিশ্বাস বাড়ির বাসিন্দা। তিনি মৃত বিষ্ণু চরণ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শশিকর হাইস্কুল মাঠে কীর্তন অনুষ্ঠান শেষে শশিকর বাজারসংলগ্ন সুইজগেট এলাকা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি শরীর ও মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমেশ বিশ্বাসের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















