ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় শহীদ ওসমান হাদির স্মরণে শীতবস্ত্র বিতরণ ও হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার
  • আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 19

শহীদ ওসমান হাদির স্মরণে এবং তার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্যপীড়িত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ কাইফুর রহমান, আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মুহসীন উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন ও শাওন হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন, সদস্য সিরাজুল ইসলাম, বায়েজিদ সিকদার ও হৃদয় সিকদারসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

আগৈলঝাড়ায় শহীদ ওসমান হাদির স্মরণে শীতবস্ত্র বিতরণ ও হত্যার বিচার দাবি

আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির স্মরণে এবং তার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্যপীড়িত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ কাইফুর রহমান, আগৈলঝাড়া মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মুহসীন উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন ও শাওন হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন, সদস্য সিরাজুল ইসলাম, বায়েজিদ সিকদার ও হৃদয় সিকদারসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পাশাপাশি তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক ও প্রতিবাদমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।