‘মোদি না হাদি? হাদি হাদি’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা
- আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 32
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সদস্যসচিব এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার পর থেকেই একের পর এক মিছিল নিয়ে শাহবাগে আসতে শুরু করে।
এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’ স্লোগান দিতে থাকেন। বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শাহবাগ চত্বরে মিলিত হচ্ছে।
সেখান পুলিশ, এপিবিএন ও বিজিবি ব্যাপক পরিমাণ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া জলকামান ও এপিসি কারও দেখা গেছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেলা ৩টা ২০ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে।
দাফন সম্পন্ন করার সময় সমাধি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মরদেহ রাখা হয়। সেখান থেকে আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয়। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।






















