ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল: ডা. মনীষা চক্রবর্তী

স্টাফ রিপোর্টার
  • আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 28

“কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল”—এই স্লোগান সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ও বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে মনোনয়নপত্র প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুছিকান্ত হাজং।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বাসদ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই বাসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বরিশাল জেলা থেকে ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তারা আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির অবসান এবং শোষণমুক্ত সমাজ গঠনের দাবিতে বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। বরিশালের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্য অধিকার আদায়ে ডা. মনীষা চক্রবর্তী কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত রাখতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে বাসদ নেতাকর্মীরা আসন্ন নির্বাচনী কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল: ডা. মনীষা চক্রবর্তী

আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

“কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল”—এই স্লোগান সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ও বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে মনোনয়নপত্র প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুছিকান্ত হাজং।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বাসদ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই বাসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বরিশাল জেলা থেকে ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তারা আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির অবসান এবং শোষণমুক্ত সমাজ গঠনের দাবিতে বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। বরিশালের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্য অধিকার আদায়ে ডা. মনীষা চক্রবর্তী কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত রাখতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে বাসদ নেতাকর্মীরা আসন্ন নির্বাচনী কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।