ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

স্টাফ রিপোর্টার
  • আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 40

আগামী শিক্ষাবর্ষের বই আগেভাগেই পৌঁছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ৯৩ হাজার ৫৮০টি, যার শতভাগই ইতোমধ্যে পৌঁছে গেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে, যা প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি বই। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে, যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ৪ হাজার ৮০টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ২ হাজার ৬০৮টি বই। এসব বই শতভাগই ইতোমধ্যে পৌঁছে গেছে। তবে তৃতীয় শ্রেণির খ্রিষ্টান ধর্মের বই এখনো পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সামান্য কিছু বইয়ের ঘাটতি রয়েছে, যা উল্লেখ করার মতো নয়। সেগুলোও কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আগামী শিক্ষাবর্ষের বই আগেভাগেই পৌঁছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিক স্তরের প্রায় শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ৯৩ হাজার ৫৮০টি, যার শতভাগই ইতোমধ্যে পৌঁছে গেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে, যা প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি বই। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে, যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ৪ হাজার ৮০টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিল ২ হাজার ৬০৮টি বই। এসব বই শতভাগই ইতোমধ্যে পৌঁছে গেছে। তবে তৃতীয় শ্রেণির খ্রিষ্টান ধর্মের বই এখনো পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সামান্য কিছু বইয়ের ঘাটতি রয়েছে, যা উল্লেখ করার মতো নয়। সেগুলোও কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।