আগৈলঝাড়ায় চিঠি লিখে বিএম কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 50
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চিঠি লিখে ব্রজমোহন (বিএম) সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম আত্মহত্যা করেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের সন্তান বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম বরিশালে ব্রজমোহন সরকারি কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। কয়েকদিন আগে তিনি কলেজের হোস্টেল থেকে নিজ বাড়িতে আসেন। বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে অবস্থানকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জহিরুল ইসলামের কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে ব্যক্তিগত মানসিক চাপ ও হতাশার ইঙ্গিত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জহিরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ব্রজমোহন সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও শোক প্রকাশ করেছেন।






















