ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়াল

স্টাফ রিপোর্টার
  • আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 24

বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এই রোগীদের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১,৫৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১,৩১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে কিছু রোগী এখনও চিকিৎসাধীন রয়েছে।

মৃত্যুর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বরগুনা জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন এবং ভোলায় একজন।

বরগুনা জেলা বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে এ বছর ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯,৫৮৪ জন। তবে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এ সংখ্যা থেকে অনেক বেশি হতে পারে। কারণ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্য স্বাস্থ্য দপ্তরের কাছে নেই। ফলে ডেঙ্গুর প্রকৃত ভয়াবহতা তুলে ধরা সম্ভব হয়নি।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়াল

আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এই রোগীদের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১,৫৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১,৩১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে কিছু রোগী এখনও চিকিৎসাধীন রয়েছে।

মৃত্যুর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বরগুনা জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন এবং ভোলায় একজন।

বরগুনা জেলা বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে এ বছর ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯,৫৮৪ জন। তবে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এ সংখ্যা থেকে অনেক বেশি হতে পারে। কারণ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্য স্বাস্থ্য দপ্তরের কাছে নেই। ফলে ডেঙ্গুর প্রকৃত ভয়াবহতা তুলে ধরা সম্ভব হয়নি।