ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 40

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বেদনাবিধুর অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ৯টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরারভিটা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সমবায় অফিসার আফসানা শাখী, সোনালী ব্যাংক পিএলসি গৌরনদী শাখার ম্যানেজার নৃপেন্দ্র নাথ মণ্ডল, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব কাদের হাওলাদার ও সদস্য আবুল হোসেন। এছাড়া বাটাজোর বিএনপির আহ্বায়ক মো. আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান কবির, সাধারণ সম্পাদক ও বাটাজোর ব্যবসায়ী সমিতির এমদাদুল হক পান্নাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানসহ বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

© ২০২৬ বাংলা ভিউজ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Technical Direction: Ubaidullah

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বেদনাবিধুর অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ৯টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরারভিটা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সমবায় অফিসার আফসানা শাখী, সোনালী ব্যাংক পিএলসি গৌরনদী শাখার ম্যানেজার নৃপেন্দ্র নাথ মণ্ডল, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব কাদের হাওলাদার ও সদস্য আবুল হোসেন। এছাড়া বাটাজোর বিএনপির আহ্বায়ক মো. আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান কবির, সাধারণ সম্পাদক ও বাটাজোর ব্যবসায়ী সমিতির এমদাদুল হক পান্নাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানসহ বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।