ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
- আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 26
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
বিএনপি বলছে, নির্বাচনের আগে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে ‘নীলনকশা অনুযায়ী’ ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্তহামলা বাড়ছে। আজ দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।’
রিজভী বলেন, ‘একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেবকে গুলি করে আহত করা হয়েছিল।
তিনি আরো অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সাথে কারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি ও এঅঙ্গ-সংগঠনগুলো আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে।’
‘তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতেই এ কর্মসূচি,’ বলেন তিনি।
তথ্যসূত্রঃ নয়া দিগন্ত






















