ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 11

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে তিনি এ সাক্ষাতে অংশ নেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে আসেন মালদ্বীপের মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোকবার্তা ও শুভেচ্ছা পৌঁছে দেন।

সাক্ষাতে ড. আলী হায়দার আহমেদ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং দেশটির অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। উভয় পক্ষই বাংলাদেশ–মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

এ ছাড়া সার্কের বর্তমান প্রাসঙ্গিকতা, আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ এবং বিশেষ করে সমুদ্র গবেষণা ও সংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তাটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে তিনি এ সাক্ষাতে অংশ নেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে আসেন মালদ্বীপের মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোকবার্তা ও শুভেচ্ছা পৌঁছে দেন।

সাক্ষাতে ড. আলী হায়দার আহমেদ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং দেশটির অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। উভয় পক্ষই বাংলাদেশ–মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

এ ছাড়া সার্কের বর্তমান প্রাসঙ্গিকতা, আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ এবং বিশেষ করে সমুদ্র গবেষণা ও সংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তাটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।