সালমান সাকিব, UNIVERSITY OF SUSSEX, BRIGHTON UK থেকে BUSINESS AND MANAGEMENT STUDIES এ BACHELOR OF SCIENCE ডিগ্রি অর্জন করেছে।
সে লুবনান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জুনায়েদ এর একমাত্র সন্তান এবং ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলার, রাজপুর গ্রামের কৃতি সন্তান। এর আগে সে Canada থেকে ডিগ্রি অর্জন করেছে।
সে বলেছে, “মহান আল্লাহর শুকরিয়ার সাথে সাথে, তাঁর এই কৃতিত্বের জন্য সে পরিবার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও দেশবাসীর কাছে একান্তভাবে দোয়া চেয়েছে।”