খেলাধুলা

পিএসজিকে অভিনন্দন জানিয়ে যা বললেন নেইমার-এমবাপ্পে

Email :21
ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং ফ্রান্সের তারকা এমবাপ্পে দুজনই পিএসজিতে ছিলেন ৬ বছর। দুর্দান্ত পারফর্ম করে এমবাপ্পে ১৫টি ট্রফি এবং নেইমার ১৩টি ট্রফি জিতেছেন। কিন্তু তারা একবারও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার স্বাদ পাননি তারা। ২০১৯-২০ মৌসুমে এ দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হতে হয় পিএসজিকে।
এ দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ দিলেও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য। একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। তবে তারা ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই পিএসজির ভাগ্যও খুলে যায়।
শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়েছে।
শিরোপা জেতায় সাবেক দলকে শুভেচ্ছা জানিয়ে এমবাপ্পে লিখেছেন ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।’ অন্যদিকে নেইমার শুধু লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ