চিকিৎসা

নাক, কান ও গলার চিকিৎসায় দক্ষতার স্বাক্ষর রাখছেন ডা. মশিউর রহমান

Email :543

নাক, কান ও গলার চিকিৎসা সেবায় ব্যতিক্রমী দক্ষতা ও মানবিক আচরণের জন্য রোগীদের কাছে আস্থা ও ভালোবাসার নাম হয়ে উঠেছেন ডা. মো. মশিউর রহমান। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত খিদমাহ হাসপাতালে নাক, কান ও গলা (ENT) বিভাগে তিনি নিয়মিত রোগী দেখছেন।চিকিৎসা শিক্ষার শুরুতে এমবিবিএস ও পরে এফসিপিএস (ইএনটি) ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর চেন্নাই, কলকাতা, মুম্বাই ও হায়দ্রাবাদসহ ভারতের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা এবং শিশুদের গলার সমস্যায় তিনি বিশেষভাবে দক্ষ।

অ্যালার্জিক রাইনাইটিস, নাকের পলিপ ও সাইনুসাইটিস, টনসিল, কানে পুঁজ পড়া, গলার স্বর পরিবর্তন, থাইরয়েড টিউমারসহ নাক-কান-গলার নানা জটিল সমস্যায় তার অভিজ্ঞতা সমৃদ্ধ চিকিৎসা রোগীদের উপকারে আসছে। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগী তার পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের বহু খ্যাতিমান শিল্পী, কারী ও ইসলামী বক্তারাও নিয়মিত তার চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। তাদের অনেকের পেশাগত জীবনে গলার যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তারা বিশেষ আস্থা রাখেন ডা. মশিউর রহমানের ওপর।

শুধু চিকিৎসা নয়, সামাজিক সেবাতেও তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে চিকিৎসা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেন।

সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে তার আন্তরিক প্রচেষ্টা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব তাকে একজন মানবিক চিকিৎসকে পরিণত করেছে।

সম্পর্কিত সংবাদ